ফায়ার ব্রিগেড কর্মীদের বেতন কত ?
Fire Operator Salary in West Bengal: সাধারণ মানুষ ও অন্যান্য বিভাগের কর্মচারীদের মধ্যে প্রায় কানাঘুষো শোনা যায় যে ফায়ার ব্রিগেডে কর্মরত কর্মীদের বেতন কত। আশা করি আজকের পর থেকে এই কানাঘুষো শোনা যাবেনা।
Wb Fire Brigade এর আজকের তথ্য সাধারন মানুষ, অন্যান্য বিভাগের কর্মচারী ও ফায়ার ব্রিগেডে পরীক্ষার্থীদেরও অনেকটা সাহায্য করবে। ফায়ার ব্রিগেডের কর্মীরা অন্যান্য সরকারি কর্মচারীদের মত বেতনের সহিত বেশ কিছু ভাতা পেয়ে থাকেন। যেমন ...
- HRA (House Rent Allowance) - বাড়ি ভাড়া ভাতা
- DA (Dearness Allowance) - মহার্ঘ ভাতা
- MA (Medical Allowance) - চিকিৎসা ভাতা
- RTNA (Ration Allowance) - রেশন ভাতা
- WA (Washing Allowance) - ধোলাই ভাতা
ফায়ার সার্ভিস বেতন স্কেল (Fire Operator Pay Scale)
ফায়ার সার্ভিস বেতন ২০২১ - ২০২১ সালের বেতন কাঠামো অনুসারে একজন নতুন ফায়ার ব্রিগেড কর্মচারীর আনুমানিক বেতন হবে...
BP (Basic Pay) বা মূল বেতন- ২২৭০০ + HRA- ২৭২৪ + DA- ৬৮১ + MA- ৫০০ + RTNA- ৯০০ + WA- ৭০
=মোট ২৭৫৭৫
বিশেষ দ্রষ্টব্য: উপরিক্ত দেওয়া তথ্য পশ্চিমবঙ্গ ফায়ার ব্রিগেডে কর্মরত কর্মী দ্বারা সংগৃহীত। ইহা একটি আনুমানিক তথ্য, কিছু কম বা বেশি হলেও হতে পারে।
Auxiliary Fire Operator salary সম্পর্কে জানতে দেখুন
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ