যখনি কোথাও আগুন লাগে বা প্রাকৃতিক বিপর্যয়ের মতন ঘটনা ঘটে তখন প্রথমে সেখানকার বিদ্যুৎ পরিষেবা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয় বা বন্ধ হয়ে যায়। এই অন্ধকার থাকার জন্য ফায়ার ব্রিগেড, ডিএমজি, আর্মি ইত্যাদি বিভাগের কর্মীদের উদ্ধারকার্য ও আগুন নেভানোর কাজ করতে অনেকটা বেগ পেতে হয়। আগুন লাগা বা প্রাকৃতিক বিপর্যয় মত ঘটনা যদি দিনের আলোয় ঘটে তাহলে তেমন একটা সমস্যা হয় না কিন্তু রাতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।
আলোতে এইসব উদ্ধার কার্য যেমন সঠিক হয় তেমনি কাজটি দ্রুত সম্পূর্ণ হয়। সেই কথা মাথায় রেখে বা উদ্ধারকার্যে যাতে কোন প্রকার বিঘ্ন না ঘটে তার জন্য ফায়ার ব্রিগেড ও অন্যান্য বিভাগে আনা হয়েছে আসকা ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড (Aska equipments pvt ltd) কোম্পানির পোর্টেবল ইনফ্ল্যাটেবল এমার্জেন্সি লাইটিং সিস্টেম। যাকে আমরা ফায়ার ব্রিগেডে আসকা লাইট (Aska light) বা আসকা লাইট টাওয়া (Aska light tower) বলে চিনি।
আজকের বিষয় বস্তু:
- Aska light tower specifications
- Aska light spare parts
- How to operate aska light
- Precautions taken during off aska light
- Aska light price in india (aska light price)
- Aska light service center
- Aska light contact information
Aska Light Tower Specifications
আস্কা লাইট সম্পর্কে সবিস্তার বিবরণী: আস্কা লাইট কি ভাবে অন বা অফ করতে হয় তা জানার আগে aska light সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। এটি একটি ৫০ কেজি ওজন সম্পন্ন ইনফ্ল্যাটেবল এমার্জেন্সি লাইটিং সিস্টেম যাহা কিনা ঝড়-বৃষ্টিতে সমানভাবে কাজ করতে পারে। সাধারণত এটি দুর্গম পরিস্থিতিতে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। তার জন্য এটি যেমন পেট্রোল দ্বারা চালানো সম্ভব ঠিক তেমনি বিদ্যুৎ সংযোগেও চালানো সম্ভব।
এটির মধ্যে ৩.৬ লিটারের একটি পেট্রোল ট্যাংক থাকে। তার ফলে এটি ৫.৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। মাত্র ৪ মিনিটে এটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। আস্কা লাইট টাওয়ারটির (aska light tower) মধ্যে আস্কা লাইট বাল্ব (aska light bulb) থাকে যা কিনা একটি বেলুনের মধ্যে রাখা হয়। এটি ফোলানো অবস্থায় ভূমি থেকে এর উচ্চতা ৪.৫ মিটার।
Aska Light Tower টির মধ্যে যে ল্যাম্পটি লাগানো থাকে তা ১০০০ square মিটার জায়গা পর্যন্ত আলোকিত করতে পারে। এটির ব্যবহার যেমন সহজ তেমন মাত্র দু'জন এর সাহায্যে এটি সহজেই যেকোনো জায়গায় নিয়ে গিয়ে ব্যবহার করা যেতে পারে।
ফায়ার ব্রিগেড ছাড়া Aska Inflatable Emergency Lighting System ব্যবহার করে DMG (Disaster Management Group), NDRF (National Disaster Response Force), Railways (রেলপথ রক্ষণাবেক্ষণের কাজে), State Police (হাইওয়ে পেট্রোলিং, অপরাধ দৃশ্য তদন্তে), State Electricity Company, Defence Forces, Central Paramilitary Forces ইত্যাদি।
Aska Light Spare Parts
আস্কা লাইট এর অন্যান্য অংশ গুলি হল...
- জেনারেটর (Generator) - যাহা ছাড়া আসকা লাইট অক্ষম। যার দ্বারা আসকা লাইট এর বেলুন ফোলানো এবং লাইট জ্বালানো-বন্ধ হয়।
- পুলার (Puller) - যাহা টেনে জেনারেটর চালু করা হয়।
- তেলের ট্যাঙ্ক (Fuel tank) - Aska light টের জেনারেটর টি পেট্রল দ্বারা চলে। যাহার তেল ধারণ ক্ষমতা ৩.৬ লিটার। ৩.৬ লিটার তেলে জেনারেটরটি ৫.৫ ঘন্টা পর্যন্ত চলতে পারে।
- ল্যাম্প (Lamp) - ইহার মধ্যে ৪০০ ওয়াট এর একটি বাতি লাগানো থাকে। যাহা ১০০০ square মিটার জায়গা আলকিত করে।
- ব্লোয়ার (Blower) - ইহার মধ্যে ২ টি ব্লোয়ার লাগানো থাকে। যাহা মাএ কয়েক মিনিটে বেলুন টিকে ফুলিয়ে দেয়।
- বেলুন (Baloon) - ইহা এক ধরণের বিশেষ কাপড় দিয়ে তৈরি। যার মধ্যে আস্কা লাইট টাওয়ারের লাইট টি লাগানো থাকে।
How to Start Aska Light
আস্কা লাইট চালু (ON) করার নিয়ম: আসকা লাইট দু-ভাবে চালু করা যেতে পারে। এক পেট্রল দ্বারা, দুই বিদ্যুৎ সংযোগে। আমরা জানব পেট্রল দ্বারা আসকা লাইট কি ভাবে জ্বালানো হয়। তার জন্য নিম্ন লিখিত পদ্ধতি গুলি অনুসরণ করুন।
- প্রথমে চেক করুন এমসিবি (MCB) ও অন্যান্য সুইচ গুলি জেনো অফ করা থাকে। অন্যান্য সুইচ গুলি বলতে Blower ও Lamp এর সুইচ গুলির কথা বলা হয়েছে।
- তারপর লাল রেগুলেটরটি 'Gen Power' এর দিকে করুন।
- Fuel ট্যাংকে তেল আছে কিনা Fuel gauge দ্বারা চেক করুন। তেল ট্যাংক এর ওপরের লাল দাগগুলি তেল কম বা বেশী কে চিহ্নিত করে। যদি তেল না থাকে তাতে পেট্রল দিন।
- তারপর Fuel key টা ON করুন।
- তারপর জেনারেটর এর লাল মেইন সুইচ টি On করুন। (উপরের দিকে চাপ দিলে এটি on হবে)
- তারপর সাদা রঙের চোক (Chock) টি বা-দিকে ঠেলে দিন।
- এবার Generator টি চালু করার জন্য কালো রঙের পুলার (Puller) টি টানুন।
- জেনারেটর টি চালু হয়ে গেলে সাদা রঙের চোক (Chock) টি ডান-দিকে ঠেলে দিন।
- এরপর বিপরীত দিকে থাকা সাদা রঙের 'Main' এমসিবি (MCB) টি ON করুন।
- জেনারেটর এর ওপরে থাকা সাদা রঙের কাপড়ের বেলুনটি খুলুন। খোলার সময় বিশেষ সাবধনতা অবলম্বন এর প্রয়োজন আছে। ইহার মধ্যে একটি লাইট থাকে, যাহা পড়ে গেলে ভেঙে যেতে পারে।
- বেলুন টি খোলার সময় 'Air Pocket' টি zip দ্বারা বন্ধ করে দিন।
- তারপর 'Blower' সুইচ টি ON করুন।
- কিছুক্ষণ অপেক্ষা করুন এবং বেলুন টিকে সম্পূর্ণ ফুলতে দিন।
- বেলুন টি সম্পূর্ণ ফুলে গেলে 'Lamp' সুইচ টি ON করুন।
- হাওয়া তে ল্যাম্পটি যাতে না পড়ে যায় তার জন্য ল্যাম্পটি দড়ি দ্বারা বেঁধে রাখুন।
- তাছাড়া, ল্যাম্পটি On করার পর 'air pocket' টি খুলে দিতে পারেন তাতে ল্যাম্পটি জ্বালানোর ফলে ল্যাম্পটির মধ্যে যে গরম বাতাবরণের সৃষ্টি হয় তা 'air pocket' দ্বারা বাইরে বেরিয়ে যাবে।
How to Operate Aska Light
আস্কা লাইট বন্ধ (OFF) করার নিয়ম: আসকা লাইট বন্ধ করার সঠিক নিয়ম জানার জন্য উপরের দেওয়া ছবি গুলি অনুসরণ করুন।
- প্রথমে 'Lamp' টি OFF করুন।
- ল্যাম্পটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- ল্যাম্পটি ঠান্ডা হয়ে গেলে 'Blower' টি Off করুন।
- বেলুনে থাকা 'Air pocket' টি ভালো ভাবে খুলে দিন। যাতে বেলুনের সমস্ত হাওয়া বেরিয়ে যায়।
- বেলুন টি আস্তে আস্তে ধরে নামিয়ে নিন এবং ভাঁজ করে নীল রঙের ব্যাগে ঠুকিয়ে নিন।
- তারপর জেনারেটর এর লাল মেইন সুইচ টি OFF করুন (নিচের দিকে চাপ দিলে এটি বন্ধ হবে) ।
- এরপর বিপরীত দিকে থাকা 'Main' এমসিবি (MCB) টি OFF করুন।
- তারপর Fuel key টা OFF করুন।
ভারতে আস্কা লাইট টাওয়ারের দাম (Aska Light Tower Price In India)
Aska Light Price: সাধারণত এই ধরনের Portable Inflatable Emergency Lighting System বিভিন্ন সরকারি দপ্তরে ব্যবহার হতে দেখা যায়। যার আনুমানিক বাজার মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ২.৫ লক্ষ টাকা।
Aska Light Service Center
Aska light sales & service center: আসকা গ্রুপ অফ কোম্পানির সার্ভিস সেন্টার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে যেমন দিল্লী, মুম্বাই, ব্যাংগালোর, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, গোয়াহাটি, ত্রিরূবান্তমপুরাম। আসকা গ্রুপ অফ কোম্পানি শুধুমাত্র আসকা লাইট বিক্রির কথা না ভেবে কি ভাবে একটা সু-সম্পর্ক গড়ে ওঠে ক্রেতার সাথে তার কথা মাথায় রেখে, যদি কোন প্রকার সমস্যা হচ্ছে তার জন্য যথেষ্ট পরিমান পরিষেবা দেবার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট ছোট সার্ভিস সেন্টার বা পরিষেবা কেন্দ্র গড়ে তুলেছে। নিম্নে তার মধ্যে কয়েকটির বিষয়ে জানান হয়েছে।
Aska Equipments Pvt. Ltd.
R-482, New Rajendra Nagar,
Acharya Sushil Muni Square, Near Punjab National Bank, Shankar Road, New Delhi - 110060
Tel. : +91 11 49458800 (30 Lines)
Fax : +91 011 49458844
Email : sales@askagroup.com
Aska Equipments Pvt. Ltd.
B6/7, Saroj Apartments, Ground Floor,
Opp. Holy Spirit Hospital, Mahakali Caves Road, Andheri East, Mumbai – 400093
Contact Person: Mr. Swapnil Patil
Email : mumbai@askagroup.com
Aska Equipments Pvt. Ltd.
AG-5, Sector-II, Salt Lake, Kolkata - 700091
Contact Person: Mr. Jaydeep Das
Mobile : +91 7827906034
Email : jaydeep.das@askagroup.com
Aska Equipments Pvt. Ltd.
R-482, New Rajendra Nagar,
Acharya Sushil Muni Square, Near Punjab National Bank, Shankar Road, New Delhi - 110060
Contact: Manoj Dongre
Tel. : +91 11 49458800 (30 Lines)
Fax : +91 011 49458844
Email : customercare@askagroup.com
Aska Equipments Pvt. Ltd.
Plot No. C-21, Dev Bhoomi Industrial Estate,
Pohana - Iqbalpur Road,
Village - Bantakhedi,
P.O - Roorkee,Dist. Haridwar
Pin - 247668 (Uttarakhand)
Aska Light (aska group) Contact Information
Aska light সেলস ও সার্ভিস সংক্রান্ত যেকোনো অভাব, অভিযোগের জন্য যোগাযোগ করতে পারেন info@askagroup.com বা sales@askagroup.com বা customercare@askagroup.com বা আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.askagroup.com
Address: R-482, New Rajendra Nagar, Acharya Sushil Muni Square, Shankar Road, New Delhi -110060. (INDIA)
Ph no: 1800 123 8611 (TollFree)
Fax: +91-11-49458844
তাছাড়া আরও জানতে হলে ক্লিক করুন ফায়ার ব্রিগেডে ব্যবহীত ফায়ার বল ও ফায়ার স্প্রিংকলার সম্পর্কে।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ