Durga Puja Permission 2022, West Bengal
মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই চালু হলো অনলাইন দুর্গাপুজো পারমিশনের জন্য রেজিস্ট্রেশন। পুরনো প্রথা বর্জন করে শুরু হল 'সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স পোর্টাল', যেখানে আলাদা করে কর্পোরেশন, পলিউশন কন্ট্রোল বোর্ড, ফায়ার সার্ভিস, সিএসসি ও পুলিশ পারমিশন এর প্রয়োজন হবে না।
এখানে মাত্র একটি আবেদন করে পেয়ে যাবেন কমবাইন নো অবজেকশন সার্টিফিকেট। আসুন তাহলে জেনে নেওয়া যাক আবেদনের সম্পূর্ণ পদ্ধতি।
বিশেষ দ্রষ্টব্য: আলাদা করে, ফায়ার ব্রিগেড, পুলিশ ও সিএসসি কে আবেদন করার প্রয়োজন নেয়
Durga Puja Permission Online Process
দুটি পদ্ধতিতে পুজো কমিটি গুলি আবেদন করতে পারবে, অফলাইন ও অনলাইন। অফলাইনে করতে হলে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট নিকটবর্তী বোরো অফিসে। আর অনলাইনে করতে হলে লগইন করতে পারেন AASAAN পোর্টালে। আসান একটি কলকাতা পুলিশের পোর্টাল যা কিনা শুধুমাত্র পূজার সময় খোলা থাকে।
Required Documents for Durga Puja Permission 2022
অনলাইন দুর্গাপূজার ছাড়পত্র আবেদন পূর্বে নিম্নলিখিত ডকুমেন্ট সঙ্গে রাখুন:-- পুজো কমিটির নাম ও ঠিকানা
- বর্তমান সেক্রেটারি নাম ও ঠিকানা
- সেক্রেটারির মোবাইল নাম্বার
- সেক্রেটারি বা পুজো কমিটির Email id
- পুজো কমিটির ব্যাঙ্ক ডিটেলস (অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড)
- ইলেকট্রিসিটি বিল গতবছরের (কনজ্যুমার নাম্বার ও মিটার নাম্বার)
Durga Puja Permission Application form Fill up
দুর্গাপুজো পারমিশনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম যে ভাবে ফিলাপ করবেন:-- কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.kolkatapolice.gov.in) গিয়ে আসাম ট্যাবে ক্লিক করতে হবে।
- তারপর থানা ও পূজা কমিটির নাম ড্রপডাউন থেকে বেছে নিন।
- তারপর সেক্রেটারির নাম, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস টাইপ করুন।
- এবং সর্বশেষে ক্যাপচা দিয়ে Registration এ ক্লিক করুন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রদত্ত মোবাইল নাম্বার ও ইমেইল আইডিতে একটি পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড নিয়ে Sing In এ ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় Sign In এ ক্লিক করুন। এরপর আবেদনের সাতটি ধাপ পার করতে হবে।
দূর্গা পুজা পার্মিশন এর আবেদন এর সাতটি ধাপ
আবেদনটি কে মোট সাত টি ধাপে ভাগ করা হয়েছে। Sing In এ ক্লিক করার পর যে Dashboard খুলবে তার নিচে যে Apply Now বতাম আছে তাতে ক্লিক করতে হবে। এই সাতটি ধাপে যা যা fill up করতে হবে তা হল নিম্নরুপ...
Part-A (পূজা কমিটির বিবরণ): পূজা কমিটির সেক্রেটারির সম্পূর্ণ ঠিকানা, তার বাবার নাম, যেখানে পুজো হচ্ছে সেখানকার সম্পূর্ণ ঠিকানা ইত্যাদি দেওয়ার পর save and next এ ক্লিক করুন।
Part-B (জমির বিবরণ): যে জমির ওপর পুজো প্যান্ডেল অবস্থিত সেটা কলকাতা পুরসভার এলাকা ভুক্ত না সরকারি না আধা-সরকারি না ব্যক্তিগত মালিকানাধীন সেটা সিলেক্ট করতে হবে। তারপর save and next ক্লিক করুন।
Part-C (বিদ্যুৎ সংযোগ): আপনার পুজো CESC এলাকাভুক্ত হোক বা WSEDCL বা অন্য কোন পদ্ধতি ( generator) মারফত প্যান্ডেলের আলোকসজ্জা করে থাকেন সেটা সিলেক্ট করুন। ইত্যাদি দেওয়ার পর save and next এ ক্লিক করুন।
Part- D (ফায়ার সার্ভিস): আপনার পুজো প্যান্ডেল টি কতটা উচ্চতা সম্পন্ন, তাতে কি ধরনের মেটেরিয়াল ব্যবহৃত হয়েছে, ক'টি স্টল থাকছে, কবে উদ্বোধন হচ্ছে, উদ্বোধন তারিখ ও সময় সিলেক্ট করুন। ইত্যাদি দেওয়ার পর save and next এ ক্লিক করুন।
Part-E (পলিউশন কন্ট্রোল বোর্ড): এই ফর্মটিতে নিচে দেওয়া চেক বক্সে ক্লিক করুন তারপর save and next এ ক্লিক করুন।
Part-F (কলকাতা পুলিশ): উদ্বোধনের দিন কোন সেলিব্রেটি আসছে নাকি, আসলে তার তারিখ ও সময়, কটি সেলিব্রিটি আসছে, প্যান্ডেল এর হাইট কত, গেট কটি আছে, কবে বিসর্জন হচ্ছে, বিসর্জন তারিখ ও সময়, প্যান্ডেলে কজন ভলেন্টিয়ার থাকবে, আনুমানিক ভিড় কেমন হবে। ইত্যাদি দেওয়ার পর save and next এ ক্লিক করুন।
Part-G (Preview): এখনো পর্যন্ত Part-A থেকে Part-B পর্যন্ত যা ফিলাপ করলেন তা এক ঝলকে দেখে নিয়ে Submit এ ক্লিক করুন। আর যদি কিছু পরিবর্তন করতে হয় যেখানে পরিবর্তন করতে হবে তার পাশে একটি Edit বোতাম দেখতে পাবেন। সেখানে ক্লিক করে পরিবর্তন করে তারপর সাবমিট এ ক্লিক করুন। মনে রাখতে হবে একবার সাবমিট করার পর আর কোনো পরিবর্তন করা যাবে না।
এরপর Log out করে বেরিয়ে আসুন। আবেদন করার পর আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চলে যাবে, সবকিছু যাচাই করার পর আপনার আবেদনটি Approved হয়েছে কিনা তা আসান পোর্টালের ড্যাশবোর্ডে, রেজিস্টার মোবাইল নাম্বারে ও Email id মারফত জানতে পারবেন।
পশ্চিমবঙ্গে দুর্গাপুজো পারমিশনের জন্য কত Fees দিতে হবে
এরপর যদি কোন ফিস জমা দিতে হয় তাও ড্যাশবোর্ডে দেখতে পাবেন। এবার অর্থাৎ ২০২২ এ KMC এবং ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে কোনো ফিস ধার্য করা হচ্ছে না। কেবলমাত্র CESC এবং WBSEDCL এর পক্ষ থেকে ফিস ধার্য করা হবে। কত ফিস ধার্য করা হবে তা আসাম পোর্টালে নির্দিষ্ট সময় দেখা যাবে। অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই ফিস দেওয়া যাবে।
আবেদন করতে কোনরকম সমস্যা হলে ফোন করুন হেল্পলাইন নাম্বারে ২২৫০ ৫৪৪৬ অথবা ২২১৪ ৪৯৪৩, কল করবেন সকাল ১০ টা থেকে রাত্রি ৭ টার মধ্যে।
আবেদনের করতে পারবেন 05/09/2022 থেকে 29/09/2022 তারিখ পর্যন্ত।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজো কমিটির সাথে বৈঠক করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন ২০২২ দুর্গা পুজোতে বৈদ্যুতিক বিলে পুজা কমিটিগুলি পাচ্ছে ৬০ শতাংশ ছাড় যা পূর্বে ছিল ৫০ শতাংশ।
এখানেই শেষ নয় প্রত্যেক দুর্গাপূজা কমিটি পাবেন ৬০ হাজার টাকার অনুদান। তার সঙ্গে তিনি এটাও জানান দূর্গা পুজা ২০২১ এর মতো এবারও 'ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের' জন্য দিতে হবে না তাদের কোনো অতিরিক্ত Fees
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ