Westbengal Fire and Emergency Services (WBFES) এ লিডার প্রমোশনের Viva-voce পরীক্ষার প্রশ্ন

ওয়েস্ট বেঙ্গল ফায়ার ইমার্জেন্সি সার্ভিস এর লিডার প্রমোশনল প্রসেসে অন্যান্য পরীক্ষা যেমন এন্ডুরেন্স টেস্ট, প্রাক্টিক্যাল টেস্টের, সঙ্গে ২০ নম্বর এর Viva-Voce ( মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ) থাকে।বেশিরভাগ পরীক্ষার্থী এন্ডুরেন্স টেস্ট ও প্রাক্টিক্যাল টেস্টে তো সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে যান। কিন্তু Viva-Voce বা মৌখিক পরীক্ষা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আজকের আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি অল্পবিস্তর হলেও মাথাব্যথার কারণ কিছুটা কমানোর। ওয়েস্ট বেঙ্গল ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস এর লিডার প্রমোশনের পরীক্ষায় যে ধরনের মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেওয়া হল। 


West Bengal Fire And Emergency Services Leader Promotion Viva Voce Questions1) 'Fire Service Act' কোন সালে কার্যকারী হয় ?


2) ডেলিভারি হোসে কোন নট বাধা হয় ?


3) লাইন টেস্ট কোন নট দ্বারা করা হয় ?


4) রিভলভিং নজেলে কটা নজল থাকে ?


5) সাকশন হোসের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?


6) এলপিজি (LPG) কথার পুরো অর্থ কি ?


7) টিল্ট (TILT) কোথায় দেখা যায় ?


8) সফট সাকশন কাকে বলে ?


9) ডেলিভারি হোসের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?


10) স্কাবা (SCBA) কথার পুরো অর্থ কি ?


11) সিসিএল (CCL) কথার পুরো অর্থ কি ?


12) এলপিজি (LPG) গ্যাস এ কি কি উপাদান থাকে ?


13) ডিসচার্জ হর্ন কোন এক্সটিংগুইসারে দেখা যায় ?


14) সাকশন হোসে কোন নট বাধা হয় ?


15) একজন সাধারন মানুষ শ্বাসকার্য প্রক্রিয়ার সময় কত শতাংশ অক্সিজেন ত্যাগ করে ?


16) ডিসচার্জ হর্ন এর কাজ কি ?


17) একজন অচৈতন্য ব্যক্তিকে কোন পদ্ধতিতে রেস্কিউ করবেন ?


Westbengal fire brigade leader promotion viva questionsবিশেষ দ্রষ্টব্য: উপরিক্ত প্রশ্নগুলো 2022 এর West Bengal Fire Services ফায়ার অপারেটর দ্বারা সংগৃহীত। যারা 2022 এর WBFES লিডার প্রমোশনের Viva-Voce পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। অতএব, এই প্রশ্ন গুলি শুধু নমুনা মাত্র এগুলিই যে আসবে তেমন ভাবার কোন কারণ নেয়।

Post a Comment

আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ

নবীনতর পূর্বতন