উৎসবের সময় অগ্নিজনিত দুর্ঘটনা প্রতিহত করার জন্য পূজা কমিটিরদের যে সমস্ত নিয়ম অবশ্যই মানা উচিত, সেগুলি হল নিম্নরূপ। কারণ বিপদ কখনোই বলে আসে না। উৎসবের মরশুম যাতে সবার আনন্দময় কাটুক। এটাই আমাদের একমাত্র কাম্য।
অগ্নি প্রতিহত করার জন্য কি করবেন
- পুজো মণ্ডপের সামনে পর্যাপ্ত খোলা জায়গা ও ভিতরের জরুরী নির্গমনের পথ (Emergency Exit) রাখবেন।
- মণ্ডপে অগ্নিনির্বাপণের প্রাথমিক ব্যবস্থা যেমন শুকনো বালি, আঁকশি, অগ্নিনির্বাপণ যন্ত্র অবশ্যই রাখবেন।
- মণ্ডপে ব্যবহৃত কাপড়, চট, প্লাইউড ইত্যাদিতে অগ্নি প্রতিরোধক রাসায়নিক লাগাবেন।
- মন্ডপের নিকটস্থ বাড়ির ছাদে বড় ড্রামে পর্যাপ্ত পরিমাণে জল রাখিবেন।
- মণ্ডপে প্রদীপ, ধুনচি, হোম ইত্যাদির আগুন সতর্কতার সহিত জ্বালাবেন।
- ভোগ রান্না ঘর মন্ডপ থেকে ২০০ ফুট দূরত্বে রাখিবেন।
- মণ্ডপে বিদ্যুতের তার মূল কাঠামো থেকে ২ ফুট দূরত্বে রাখিবেন।
- আপাৎকালীন পরিস্থিতিতে মোকাবিলা ও দর্শনার্থীদের দ্রুত নির্গমনের জন্য মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখিবেন।
- স্বেচ্ছাসেবকদের নিয়মিত প্রশিক্ষিত করবেন এবং দুর্ঘটনার খবর যথা শীঘ্র অগ্নিনির্বাপণ কেন্দ্রে জানাইবেন।
- অগ্নিনির্বাপণের কাজে নিযুক্ত কর্মীদের সর্বপ্রকার সহযোগিতা করবেন।
- বর্তমান করোনা অতিমহামারি পরিস্থিতির মোকাবিলায় পুজোমণ্ডপে দর্শনার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করুন।
অগ্নি প্রতিহত করার জন্য কি করবেন না
- মন্ডপের আশেপাশে অস্থায়ী স্টলে ধূমপান ও আগুনের ব্যবহার বন্ধ রাখবেন।
- মন্ডপের ভেতরে ও আশেপাশে বাজী পোড়াইবেন না।
- মণ্ডপ নির্মাণে আদালতের নির্দেশাবলী কোনপ্রকার অমান্য করবেন না।
- অস্থায়ী ইলেকট্রিক মেইন সুইচ, মিটার যেন মন্ডপের সংলগ্ন না থাকে।
- সার্কিট ব্রেকার সুইচ, অনুমোদিত তার ব্যতীত যেন মণ্ডপে বিদ্যুৎ পরিবাহিত না হয়।
- রাস্তায় লাগানো আলোকসজ্জা যেন দমকলের গাড়ি চলাচলে বাধা সৃষ্টি না করে।
- বিনা প্রয়োজনে অগ্নিনির্বাপক কেন্দ্রে দুর্ঘটনার খবর দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। অন্যথায় জেল ও জরিমানা হতে পারে।
- অগ্নিনির্বাপক গাড়ি ভাঙচুর করে জাতীয় সম্পত্তির ক্ষতি করবেন না।
- পুজো কমিটি পূজা প্যান্ডেল এর অভ্যন্তরে 5 লিটারের বেশি হ্যান্ড স্যানিটাইজার রাখবেন না।
- স্যানিটাইজার সংলগ্ন স্থানে কোন দাহ্য পদার্থ রাখা চলবে না।
মনে রাখতে হবে অগ্নিনির্বাপণ বিধি না মানা দণ্ডনীয় অপরাধ।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ