পূর্বে আমরা জেনেছি আগুন নেভানোর উপায় গুলি কি কি। যেখানে আগুন নেভানোর মূল তিনটি পদ্ধতির কথা বলা হয়েছিল। তার মধ্যে আগুন নেভানো একটি পদ্ধতি ছিল কুলিং।
যদি আমরা কুলিং পদ্ধতি সম্পর্কে জানতে পারি, আশা করি আগুন নেভানোর জন্য জল কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে সঠিক ধারণা লাভ করব।
আগুন নেভাতে জল ব্যবহার করা হয় কেন?
আগুন যখন জ্বলে তখন তার মধ্যে প্রচুর পরিমাণে তাপ (Heat) থাকে যা কিনা আগুনকে আরো বেশি পরিমাণে জ্বলতে ও বেশিক্ষণ ধরে চলতে সাহায্য করে। আমরা জানি যে কোন ধরনের আগুনের তিনটি মূল উপাদান দাহ্য বস্তু (কাঠ, কাপড়, তেল), অক্সিজেন ও তাপ। এই তিনটি উপাদান থাকলে আগুন জ্বলবে, অপরদিকে এই তিনটি উপাদানের মধ্যে যেকোনো একটি উপাদান সরিয়ে নিলে আগুন নিভে যাবে।
এই তিনটি উপাদানের মধ্যে তাপ হল একটি উপাদান যদি আমরা আগুনের তাপ কে কোন ভাবে কমিয়ে দিতে পারি তাহলেও আগুন নিভে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ